মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪২৮ বাংলা উদযাপন উপলক্ষে সাধারণ সভা শুক্রবার সকালে মহনগরীর মিরাবাজারে শ্রী শ্রী বলরাম জিউর আখড়ায় অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত ডিজিএম প্রণব কুমার দেবনাথের সভাপতিত্বে ও সহসভাপতি লেখক বিনয় ভূষণ তালুকদারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহালয়ার প্রধান সমন্বয়কারী সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন। বিশেষ অতিথি ছিলেন, উপদেষ্টা রোটারিয়ান নিরেশ চন্দ্র দাশ, শাবিপ্রবির অধ্যাপক ড হিমাদ্রী শেখর রায়, মহালয়া উদযাপন পরিষদের যুগ্ম সমন্বয়ক অ্যাডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস ও সুসেন্দ্র চন্দ্র নমঃ খোকন।
স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক এ্যাপেক্সিয়ান চন্দন দাশ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপদেষ্টা এপেক্সিয়ান রমেন্দ্র কুমার সিংহ, পৃষ্ঠপোষক রোটারিয়ান পীযুষ কান্তি পুরকায়স্থ, সহসভাপতি উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর, এপেক্সিয়ান জি ডি রুমু, ব্যাংকার কবি সুমন বনিক, নিধীর রঞ্জন সূত্রধর, ছড়াকার নিরঞ্জন চন্দ্র চন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক জ্যোতি মোহন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার অরুণ কুমার বিশ্বাস, মহিলা বিষয়ক সম্পাদক শিক্ষয়িত্রী শাশ্বতী ঘোষ সোমা, সহমহিলা বিষয়ক সম্পাদক শিক্ষয়িত্রী জয়তী ঘোষ লুনা প্রমুখ।
পরে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড হিমাদ্রী শেখর রায়কে জন্মদিন উপলক্ষে এবং সংগঠনের সহসভাপতি ছড়াকার নিরঞ্জন চন্দ্র চন্দকে কানাডা ও আমেরিকায় সফর উপলক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।-সংবাদ বিজ্ঞপ্তি