বিন্নাকান্দি উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের পুনর্মিলনী

  • আপডেট টাইম : September 19 2021, 02:21
  • 175 বার পঠিত
বিন্নাকান্দি উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের পুনর্মিলনী

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিন্নাকান্দি উচ্চ বিদ্যালয়ে উপবৃত্তিপ্রাপ্ত ও মেধাবী ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে গোল্ডেন হার্ভেস্ট ফুডস লিমিটেডের হেড অব প্লান্টের প্রকৌশলী রবিউল ইসলামের ব্যবস্থাপনায় বিন্নাকান্দি উচ্চ বিদ্যালয় ও হাজী মদরিছ আলী উচ্চ বিদ্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন, গোল্ডেন হার্ভেস্ট ফুডস লিমিটেডের হেড অব প্লান্টের প্রকৌশলী রবিউল ইসলাম। বিন্নাকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহসিন উদ্দিনের সভাপতিত্বে অতিথি ছিলেন, ফতেপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, দারিদ্র বিমোচন সিলেট বিভাগের উপ পরিচালক রবিউল ইসলাম, সিলটিভির ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান মাহবুবুল আলম মিলন, সিলেট উইমেন্স মডেল কলেজের প্রতিষ্ঠাতা ট্রাস্টি শাহেদ আহমদ রুহেল, ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, রমজান রূপজান বাগেরখাল একাডেমি স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মোক্তার আহমদ ও হাজী মদরিছ আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এনামুল হক।
এছাড়া অনুভূতি ব্যক্ত করে, উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী একাদশ শ্রেণির মোহাম্মদ সেলিম উদ্দিন ও দশম শ্রেণির সাবানা বেগম।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, গোল্ডেন হার্ভেস্ট ফুডস লিমিটেডের মানবসম্পদ ও প্রশাসন কর্মকর্তা তারেক আহমদ।-সংবাদ বিজ্ঞপ্তি

এই ক্যাটাগরীর আরো খবর