হবিগঞ্জ বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন

  • আপডেট টাইম : September 17 2021, 18:24
  • 194 বার পঠিত
হবিগঞ্জ বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে সম্মিলিত নাগরিক সমাজ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে।
বৃহষ্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি পিযুষ চক্রবর্তী। বক্তব্য রাখেন, অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ ও বৃন্দাবন সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক সহসভাপতি আবু হেনা মোস্তাফা কামাল।
বক্তারা বলেন, দেশে বিদ্যুৎ উৎপাদনে এত বড় সাফল্যের পর বিদ্যুতের এই যন্ত্রণা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বিদ্যুৎ অফিসে সেবা নিতে গিয়ে গ্রাহকরা লাঞ্ছিত হন। অবিলম্বে এসব সমস্যার সমাধান করতে হবে।

এই ক্যাটাগরীর আরো খবর