র‌্যাবের অভিযানে মাধবপুরে গাঁজাসহ ৩ জন গ্রেফতার

  • আপডেট টাইম : September 17 2021, 18:23
  • 190 বার পঠিত
র‌্যাবের অভিযানে মাধবপুরে গাঁজাসহ ৩ জন গ্রেফতার

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ৯ হবিগঞ্জের মাধবপুর থেকে ১০ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে র‌্যাব ৯ হবিগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল লে কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে এই গাঁজাসহ উপজেলার সাতপাড়া গ্রামের মো সালমান তালুকদার (পিতা মো আলাই মিয়া) ও মো সুমন মিয়া (পিতা মো ফোরকান মিয়া) এবং বানেশ্বরপুর গ্রামের মো মিজানুর রহমানকে (পিতা মো মজিদ মিয়া) শাহজাহানপুর ইউনিয়নের মনতলা রোডের সাহাববাড়ি রাস্তার মোড় থেকে গ্রেফতার করে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব ৯ জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। আলামত ও গ্রেফতারকৃতদেরকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর