হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের বর্ধিতসভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : September 17 2021, 18:51
  • 181 বার পঠিত
হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের বর্ধিতসভা অনুষ্ঠিত

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে শহরের শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জে জেলা আওয়ামী লীগের সভাপতি, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো আবু জাহির। জেলা স্বেচ্ছোসেবক লীগ সভাপতি সৈয়দ কামরুল হাসানের সভাপতিত্বে ও সাংগঠসিক সম্পাদক ফয়জুল বশির চৌধুরী সুজনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো আলমগীর চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহসভাপতি সুব্রত পুরকায়স্থ, অ্যাডভোকেট মাহফুজা বেগম সাঈদা, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের আলী, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম মাহবুবুল হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম বিটু, সদস্য পীযুষ দেবনাথ চৌধুরী ও অ্যাডভোকেট জিয়াউল ইসলাম ফুয়াদ।
বর্ধিতসভায় অন্যদের বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক লীগের জেলা সাধারণ সম্পাদক ইয়াহিয়া চৌধুরী, সদর উপজেলা সভাপতি শেখ সেকুল আহমেদ, সাধারণ সম্পাদক মনির হোসেন, পৌর সভাপতি মাহবুবুর রহমান সানি, বানিয়াচং উপজেলা সভাপতি আশরাফ সোহেল, আজমিরীগঞ্জ উপজেলা সভাপতি মোবারুল হোসেন ও চুনারুঘাট উপজেলা সাধারণ সম্পাদক আবুল হাসনাত চৌধুরী সনজু।
বর্ধিতসভায় জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা কে এম শাহীনের নেতৃবৃন্দ একটি মিছিল নিয়ে নেতাকর্মীরা অংশ নেন।