ওসমানীনগর প্রতিনিধি : মুজিববর্ষে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় বাস্তবায়িত সিলেটের ওসমানীনগরের আশ্রয়ণ প্রকল্পগুলো প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড আহমদ কায়কাউস পরিদর্শন করেছেন।
এ সময় প্রকল্পের স্থান নির্ধারণ ও উপকারভোগী নির্বাচনসহ নির্মাণকাজের গুণগত মান নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি সংশিষ্টদের ধন্যবাদ জানান।
মুখ্যসচিব আশ্রয়ণ প্রকল্পে ঘরে ঘরে গিয়ে সরাসরি উপকারভোগীদের সঙ্গে কথা বলেন। পরে ৪টি করে ফলদ বৃক্ষ রোপণ করেন।
উপজেলার তাজপুর ইউনিয়নের কাশিপাড়া দিঘিরপার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন কালে তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই বিশেষ উপহারে দেশের আশ্রয়হীনরা আশ্রয়ের নিশ্চিয়তা পেয়েছেন।
ড আহমদ কায়কাউস সকলকে প্রধানমন্ত্রীর জন্যে দোয়া করতে আহ্বান জানান এবং যেকোনো সমস্যায় প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরের যোগাযোগ রাখতে পরামর্শ দেন।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেটের বিভাগীয় কমিশনার মো খলিলুর রহমান, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএম ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো মামুনুর রশিদ।
এর আগে তিনি উপজেলার দয়ামীর ইউনিয়নের চণ্ডিতিয়র আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন।