সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুল হক আসপিয়ার মরদেহ দাফন করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার দুপুর ২টায় সুনামগঞ্জ শহরের কেন্দ্রীয় ঈদগা মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এতে কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র, আওয়ামী লীগ নেতা নাদের বখত, বিএনপির কেন্দ্রীয় সদস্য, সাবেক সাংসদ নাছির উদ্দিন চৌধুরী, সহসাংগঠনিক সম্পাদক সাবেক সাংসদ কলিম উদ্দিন আহমদ মিলন, সদস্য মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সহসভাপতি নাদির আহমদ, অ্যাডভোকেট মল্লিক মইনুদ্দিন সুহেল, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার চৌধুরী লিটন ও পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শেরেনূর আলী।
মরদেহ সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির দরগা কবরস্থানে দাফন করা হয়।
বুুধবার দুপুরে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফজলুল হক আসপিয়া ৮৪ বছর বয়সে মারা যান।