প্রবীণ আওয়ামী লীগ নেতা সিরাজ বক্সের ইন্তেকাল

No Image Available
  • আপডেট টাইম : September 13 2021, 19:08
  • 258 বার পঠিত
প্রবীণ আওয়ামী লীগ নেতা সিরাজ বক্সের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক : সিলেটের প্রবীণ রাজনীতিবিদ, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা ও শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি সিরাজ বক্স মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।
সোমবার রাত ৮টা ১০ মিনিটে মহানগরীর রায়নগর এলাকায় নিজের বাসায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে সিলেটবাসী আরেকজন রাজনৈতিক অভিভাবক হারালেন।
সিরাজ বক্স বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। তার মৃত্যুসংবাদ প্রচারিত হওয়ামাত্র মহানগরীর রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
সিরাজ বক্সের নামাজে জানাযা মঙ্গলবার দুপুর ২টায় সিলেট শাহী ঈদগায় অনুষ্ঠিত হবে।
প্রবীণ এই রাজনীতিবিদের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীও গভীর শোক প্রকাশ করেছেন।

এই ক্যাটাগরীর আরো খবর