র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ৯ মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে বিদেশী প্রফেশনাল গোল্ড মেটাল ডিটেক্টর ফাইন্ডারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে।
রবিবার বিকেল সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল সিনিয়র এএসপি মো লুৎফর রহমানের নেতৃত্বে উপজেলার ভানুগাছ বাজারের কলেজ রোড থেকে একটি বিদেশী ডিটেকক্টর মেশিনের বাক্সভর্তি বিদেশী প্রফেশনাল গোল্ড মেটাল ডিটেক্টর ফাইন্ডার, স্ক্যানার আন্ডার গ্রাউন্ড লং রেঞ্জ, গোল্ড ডিটেক্টর ডিগার, ডায়মন্ড-সিলভার-কপার-গোল্ড ডিটেক্টর, খাবার স্যালাইন, কসটেপ, ব্যাগ ও ইউজার ম্যানুয়েল বই পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে আলামতগুলো কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।-সংবাদ বিজ্ঞপ্তি