দেশে ৫টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম : September 12 2021, 15:23
  • 167 বার পঠিত
দেশে ৫টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হবিগঞ্জ প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট, হবিগঞ্জ, চট্টগ্রাম, নারায়নগঞ্জ ও বাগেরহাটে ৫টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র উদ্বোধন করেছেন।
রবিবার সকাল ১০টায় গণভবন থেকে ভিডিওকনফারেন্সের মাধ্যমে তিনি নতুন এই বিদ্যুৎকেন্দ্রগুলো উদ্বোধন করেন।
এ উপলক্ষে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পারকুলে অবস্থিত বিবিয়ানা-তিন, ৪০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় সদ্যসমাপ্ত ৫টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের তথ্যচিত্র প্রদর্শন এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের কার্যক্রম সংক্রান্ত ‘১০০’ শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়।
উদ্বোধন পর্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য গাজী মোহম্মদ শাহনওয়াজ, জেলা প্রশাসক ইশরাত জাহান, পুলিশ সুপার এস এম মুরাদ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান ডা মুশফিক হুসেন চৌধুরী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী।