বাবাকে আহত ও মেয়েকে উত্যক্তের ঘটনায় জবানবন্দি

  • আপডেট টাইম : September 10 2021, 11:31
  • 212 বার পঠিত
বাবাকে আহত ও মেয়েকে উত্যক্তের ঘটনায় জবানবন্দি

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে মুক্তিযোদ্ধার মেয়েকে উত্যক্ত করার ঘটনায় আদালত ছাত্রীর জবানবন্দি গ্রহণ করেছে।
বৃহস্পতিবার হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক তাহমিনা হক জবানবন্দি রেকর্ড করেন।
গত সোমবার উপজেলার শ্রীধরপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আউয়াল মিয়ার মেয়ে শমসেরনগর বিএএফ শাহীন কলেজের মেধাবী ছাত্রী হেপিকে মনতলা কলেজ রোড এলাকায় একই গ্রামের কাউসার মিয়ার ছেলে হাসান আল মামুন ও তার সঙ্গীরা উত্যক্ত করে।
এ সময় পিতা বাধা দিলে বখাটেরা তার উপর হামলা চালায়। এ সময় এলাকার লোকজন হাসান আল মামুনকে আটক করে পুলিশে সোপর্দ করে। বীর মুক্তিযোদ্ধা আউয়াল মিয়াও বাদি হয়ে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন।
মুক্তিযোদ্ধার স্ত্রী জমসিদা খাতুন জানান, তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে।

এই ক্যাটাগরীর আরো খবর