শান্তিগঞ্জে ১২৩ উপকারভোগী মাঝে অনুদান বিতরণ

  • আপডেট টাইম : September 10 2021, 11:32
  • 196 বার পঠিত
শান্তিগঞ্জে ১২৩ উপকারভোগী মাঝে অনুদান বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন সরকার দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নতুন নতুন প্রকল্প হাতে নিয়েছে, যাতে করে মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন হয় ।
শুক্রবার সকালে শান্তিগঞ্জ উপজেলা সদরে এফআইভিডিবি সম্মেলন কেন্দ্রে সমাজকল্যাণ অধিদপ্তরের উদ্যোগে ‘প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন’ প্রকল্পের আওতায় ১২৩ জন উপকারভোগীর মধ্যে ২২ লাখ ১৪ হাজার টাকার অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ারুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, পরিকল্পনা মন্ত্রীর রাজনৈতিক সচিব মো হাসনাত হোসাইন ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন।

এই ক্যাটাগরীর আরো খবর