র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব-৯ সিলেটের জৈন্তাপুর উপজেলা থেকে বিপুল পরিমাণ বিদেশী মদ উদ্ধার করেছে।
বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর কোম্পানির (সিলেট ক্যাম্প) একটি আভিযানিক দল র্যাব-৯ অধিনায়ক লে কর্নেল আবু মুসা মো শরীফুল ইসলাম এবং মেজর মাহফুজুর রহমান ও এএসপি সোমেন মজুমদারের নেতৃত্বে উপজেলার ইটাখাল বাজারের পাশে অভিযান পরিচালনা করে ৪৭১ বোতল বিদেশী মদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে উদ্ধারকৃত আলামত জৈন্তাপুর থানায় সাধারণ ডায়েরিসহ হস্তান্তর করা হয়েছে।-সংবাদ বিজ্ঞপ্তি