সিলেট বিভাগে করোনা শনাক্তের হার আবার বেড়ে গেলো

No Image Available
  • আপডেট টাইম : September 08 2021, 12:22
  • 233 বার পঠিত
সিলেট বিভাগে করোনা শনাক্তের হার আবার বেড়ে গেলো

নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগে মহামারি করোনার নমুনা পরীক্ষা এবং মৃত্যু কমলেও শনাক্তের হার আবার বেড়ে গেছে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের দৈনিক প্রতিবেদনে জানানো হয়েছে, বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা শনাক্ত হয়েছে ১১৭ জনের, যা মঙ্গলবারে শনাক্তের চেয়ে ২০ জন বেশি। আগেরদিন ৯৭ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল।
সিলেট বিভাগে ১ হাজার ১০টি নমুনা পরীক্ষা হয়। আগের দিন এ সংখ্যা ছিল ১০২৯। জেলা ভিত্তিক সর্বশেষ সংখ্যা হলো, সিলেটে ৬৮৯, সুনামগঞ্জে ৯৬, মৌলভীবাজারে ১৪৪ ও হবিগঞ্জে ৮১। এরমধ্যে সিলেটে ৭১ জন, সুনামগঞ্জে ১২ জন, মৌলভীবাজারে ১৯ জন ও হবিগঞ্জে ১৫ জন করোনা আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।
এই হিসেবে বিভাগে গড় শনাক্তের শতকরা হার ১১ দশমিক ৫৮। মঙ্গলবারে ছিল ৯ দশমিক ৪৩। অর্থাৎ ২ দশমিক ১৫ শতাংশ বেড়ে গেছে। সর্বশেষ জেলা ভিত্তিক শনাক্তের হার হলো, সিলেটে ১০ দশমিক ৩০, সুনামগঞ্জে ১২ দশমিক ৫০, মৌলভীবাজারে ১৮ দশমিক ৫২ ও হবিগঞ্জে ১৩ দশমিক ১৯ শতাংশ।
এই সময়ে কেবল সিলেট জেলায়ই ৩ মারা গেছেন। আগেরদিন ৫ জনের মৃত্যু হয়েছিল।
অন্যদিকে সুস্থ হয়েছেন, সিলেট জেলায় ৮৭ জন ও মৌলভীবাজার জেলায় ২৯ মিলিয়ে ১১৬ জন। আগের দিন ২৮১ জন সুস্থ হয়েছিলেন।

 

এই ক্যাটাগরীর আরো খবর