ওসমানীনগর প্রতিনিধি : সিলেটের ওসমানীনগরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানা উপজেলার সার্বিক উন্নয়ন, অগ্রগতি ও আইনশৃঙ্খলা রক্ষা নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
ইউএনও কার্যালয়ে মঙ্গলবার অনুষ্ঠিত মহবিনিময় সভায় তিনি উপজেলার সকল উন্নয়ন কর্মকাণ্ডসহ প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
এ উপস্থিত ছিলেন, নবাগত উপজেলা সহকারী কমিশনার-ভূমি রাজীব দাশ পুরকায়স্থ, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি জুবেল আহমদ সেকেল, বর্তমান সভাপতি উজ্জ্বল ধর, সাধারণ সম্পাদক শিপন আহমদ, সহসভাপতি আব্দুল মতিন, যুগ্ম সম্পাদক কবির আহমদ, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রনিক পাল, দপ্তর সম্পাদক এস জামান ফরহাদ, নির্বাহী সদস্য আনোয়ার হোসেন আনা, জয়নাল আবেদীন ও সিতু সূত্রধর।
সাংবাদিকরা উপজেলা প্রশাসনের সকল দপ্তর থেকে যথাসময়ে প্রয়োজনীয় তথ্য প্রাপ্তি নিশ্চিত করাসহ পেশাগত দায়িত্ব পালনে ইউএনওর সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।