সরকারের নির্দেশনা অনুসারে সিলেট সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডের ৮২টি কেন্দ্রে আগামী ৭, ৮ ও ৯ সেপ্টেম্বর জাতীয় কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের আওতায় মর্ডানা টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে।
এই ৩ দিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টানা টিকাদান চলবে বলে সিসিকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে আরো জানানো হয়, প্রথম পর্যায়ে যে কেন্দ্রে, যে তারিখে (৭, ৮ ও ৯ আগস্ট) যারা মর্ডানার প্রথম ডোজ গ্রহণ করেছিলেন ঠিক সেই কেন্দ্রে চলতি মাসের একই তারিখে টিকার দ্বিতীয় ডোজ নিতে হবে।
টিকা গ্রহণ করতে ব্যবহৃত জাতীয় পরিচয়পত্র ও কেন্দ্র থেকে দেওয়া টিকার আইডি কার্ড অবশ্যই সঙ্গে নিতে হবে।
কোন অবস্থাতেই জাতীয় কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের এই ধাপে কেউ টিকার প্রথম ডোজ নিতে বা দিতে পারবেন না।