সিলেট বিভাগে করোনার সব সূচক নিম্নমুখী : মৃত্যু একজনের

  • আপডেট টাইম : September 04 2021, 07:27
  • 199 বার পঠিত
সিলেট বিভাগে করোনার সব সূচক নিম্নমুখী : মৃত্যু একজনের

নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগে মহামারি করোনার নমুনা পরীক্ষা, নতুন আক্রান্ত, শনাক্তের হার, মৃত্যু ও সুস্থতা অর্থাৎ সকল সূচক নিম্নমুখী। মৃত্যুসংখ্যা কমে একজনের নেমে এসেছে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের দৈনিক প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৯৩ জনের, যা শুক্রবারে শনাক্তের চেয়ে ১৮ জন কম। আগেরদিন ১১১ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল।
সিলেট বিভাগে ৮৩৬টি নমুনা পরীক্ষা হয়। আগের দিন এ সংখ্যা ছিল ৯৭৩। জেলা ভিত্তিক সর্বশেষ সংখ্যা হলো, সিলেটে ৫৫২, সুনামগঞ্জে ৭৬, মৌলভীবাজারে ১১৮ ও হবিগঞ্জে ৯০। এরমধ্যে সিলেটে ৪৭ জন, সুনামগঞ্জে ১৩ জন, মৌলভীবাজারে ১৯ জন ও হবিগঞ্জে ১৪ জন করোনা আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।
এই হিসেবে বিভাগে গড় শনাক্তের শতকরা হার ১১ দশমিক ১২। মঙ্গলবারে ছিল ১১ দশমিক ৪১। অর্থাৎ ০ দশমিক ২৯ শতাংশ কমেছে। সর্বশেষ জেলা ভিত্তিক শনাক্তের হার হলো, সিলেটে ৮ দশমিক ৫১, সুনামগঞ্জে ১৭ দশমিক ১১, মৌলভীবাজারে ১৬ দশমিক ১০ ও হবিগঞ্জে ১৫ দশমিক ৫৬ শতাংশ।
এই সময়ে কেবল সিলেট জেলায় ১ মারা গেছেন। আগেরদিন বিভাগে ৮ জনের মৃত্যু হয়েছিল।
অন্যদিকে সুস্থ হয়েছেন, সিলেট জেলায় ১০৭ জন ও মৌলভীবাজার জেলায় ২ মিলিয়ে ১০৯ জন। আগের দিন ৩৮২ জন সুস্থ হয়েছিলেন।

এই ক্যাটাগরীর আরো খবর