নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিশিষ্ট কবি ও সংগঠক লাভলী চৌধুরী আর নেই। শনিবা দুপুর সাড়ে ১২টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি দুই ছেলে ও নাতি-নাতনী রেখে গেছেন।
বাদ এশা হজরত শাহজালাল (র) দরগায় লাভলী চৌধুরীর নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
১৯৫০ খ্রিস্টাব্দের ১১ মে পৈতৃক নিবাস সিলেটের বালাগঞ্জ উপজেলার সিকন্দরপুরে লাভলী চৌধুরীর জন্ম। তার বাবা লতিফুর রহমান চৌধুরী ছিলেন শিক্ষাবিদ। মা সিতারা বেগম ছিলেন লেখিকা ও সমাজ সংস্কারক। নানা লোকসাহিত্য আন্দোলনের অন্যতম পথিকৃৎ আশরাফ হোসেন সাহিত্যরত্ন
লাভলী চৌধুরী জনপ্রিয় কবি ও কথাশিল্পী ছিলেন। ছিলেন একজন দক্ষ সংগঠক। তিনি তার সৃজনশীলতার মাধ্যমে উভয় বাংলায় ব্যাপক পরিচিতি লাভ করেন।
লাভলী চৌধুরীর মৃত্যুতে সিলেটের সাহিত্যাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।