বিজয়নগরে র‌্যাবের অভিযানে গাঁজাসহ একজন গ্রেফতার

  • আপডেট টাইম : September 04 2021, 13:07
  • 190 বার পঠিত
বিজয়নগরে র‌্যাবের অভিযানে গাঁজাসহ একজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন-র‌্যাব ৯ ব্রাহ্মণবাড়ীয়ার বিজয়নগর থেকে সাড়ে ১৯ কেজি গাঁজাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার রাত পৌণে ৮টার দিকে র‌্যাব ৯ হবিগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল লে কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান ও সিনিয়র এএসপি এ কে এম কামরুজ্জামানের নেতৃত্বে বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের আদমপুর গ্রামে অভিযান চালায়।
অভিযানকালে চম্পকনগর-আখাউড়া রাস্তায় এই গাঁজাসহ মো হেলন ভূঁইয়াকে (পিতা মৃত মন্তু ভূঁইয়া, আদমপুর দক্ষিণপাড়া, বিজয়নগর, ব্রাহ্মণবাড়ীয়া) গ্রেফতার করে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করতে আলামতসহ তাকে বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর