গ্যাস বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের আন্দোলনের হুমকি

  • আপডেট টাইম : September 04 2021, 13:10
  • 142 বার পঠিত
গ্যাস বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের আন্দোলনের হুমকি

বিদ্যুতের মূল্য বৃদ্ধির পায়তারা ও সিলেট সিটি কর্পোরেশনের পানির অস্বাভাবিক বিল বাড়ানোর প্রতিবাদে এবং এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্য সহনীয় পর্যায়ে রাখা ও বিদ্যুৎ ও গ্যাসের প্রিপেইড মিটার স্থাপনের কাজ দ্রুত করার দাবিতে গ্যাস বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ কেন্দ্রীয় আহবায়ক কমিটি জরুরি সভা করেছে।
শুক্রবার সন্ধ্যায় বন্দরবাজারে পাকশী রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় অবিলম্বে এসব দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে বলা হয়, অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব মকসুদ হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নেতা ডা অরুণ কুমার দেব, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, যুবনেতা মোহাম্মদ এহছানুল হক তাহের, অ্যাডভোকেট মামুনুর রশীদ, তারেক আহমদ বিলাস, আব্দুল মোতাওয়ালী ফলিক, শহীদ আহমদ খান, মুক্তাদির কিবরিয়া সিরাজী, মো রফিকুল ইসলাম শিতাব, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় জ্যেষ্ঠ সহ সভাপতি ইমাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো মাহবুব ইকবাল মুন্না, সাংগঠনিক সম্পাদক রিখন তালুকদার লিখন, সমাজসেবা সম্পাদক সৈয়দ নূর আহমদ জুনেদ ও ছয়ফুল আলম।-সংবাদ বিজ্ঞপ্তি