সিলেটে মহালয়া উদযাপন পরিষদের সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : September 04 2021, 04:17
  • 181 বার পঠিত
সিলেটে মহালয়া উদযাপন পরিষদের সভা অনুষ্ঠিত

১৪২৮ বাংলা উদযাপন উপলক্ষে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের এক সভা শুক্রবার সকালে মহানগরীর মিরাবাজরে শ্রী শ্রী বলরাম জিউর আখড়ায় অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি প্রণব কুমার দেবনাথের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, মহালয়ার প্রধান সমন্বয়কারী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন। সহসভাপতি লেখক বিনয় ভূষণ তালুকদারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক এ্যাপেক্সিয়ান চন্দন দাশ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুগ্ম সমন্বয়কারী অধ্যাপক অরুণ চন্দ্র পাল, সহসভাপতি অধ্যাপক অনবীর রায়, অ্যাডভোকেট বিজয় কুমার দেব বুলু, নিধীর রঞ্জন সূত্রধর, যুগ্ম সাধারণ সম্পাদক জ্যোতি মোহন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক অরুণ কুমার বিশ্বাস, সহসম্পাদক উত্তম ঘোষ, অসিত কুমার সূত্রধর, হারাধন দেব প্রভাষ, সহসাংগঠনিক সম্পাদক চন্দ্র শেখর দে চপল, মনোজ কান্তি ভট্টাচার্য্য মান্না, সহকোষাধ্যক্ষ অখিল সরকার, সাংস্কৃতিক সম্পাদক অমিত ত্রিবেদী, সহসাংস্কৃতিক সম্পাদক পরাগ রেণু দেব তমা, সীমা রাণী সরকার, কার্যকরী সদস্য মৃণাল কান্তি চৌধুরী মঞ্জু, সহপ্রচার সম্পাদক রনি চন্দ্র শীল, কার্যকরী সদস্য ধনেশ দেব, সুশান্ত বণিক, হিমাংশু লাল গুণ, নিলয় সূত্রধর প্রমুখ।
সভায় আগামী ৬ ও ৮ অক্টোবর দুই দিনব্যাপী সংক্ষিপ্ত পরিসরে আর্তপীড়িত মানবতার সেবা কার্যক্রমকে প্রাধান্য দিয়ে মহালয়ার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।-সংবাদ বিজ্ঞপ্তি