বিজয়নগরে র‌্যাবের অভিযানে গাঁজাসহ একজন গ্রেফতার

  • আপডেট টাইম : September 04 2021, 13:07
  • 172 বার পঠিত
বিজয়নগরে র‌্যাবের অভিযানে গাঁজাসহ একজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন-র‌্যাব ৯ ব্রাহ্মণবাড়ীয়ার বিজয়নগর থেকে সাড়ে ১৯ কেজি গাঁজাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার রাত পৌণে ৮টার দিকে র‌্যাব ৯ হবিগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল লে কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান ও সিনিয়র এএসপি এ কে এম কামরুজ্জামানের নেতৃত্বে বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের আদমপুর গ্রামে অভিযান চালায়।
অভিযানকালে চম্পকনগর-আখাউড়া রাস্তায় এই গাঁজাসহ মো হেলন ভূঁইয়াকে (পিতা মৃত মন্তু ভূঁইয়া, আদমপুর দক্ষিণপাড়া, বিজয়নগর, ব্রাহ্মণবাড়ীয়া) গ্রেফতার করে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করতে আলামতসহ তাকে বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।