বাংলাদেশ একদিন জ্ঞানের আলোয় উদ্ভাসিত হবে

  • আপডেট টাইম : September 04 2021, 05:53
  • 172 বার পঠিত
বাংলাদেশ একদিন জ্ঞানের আলোয় উদ্ভাসিত হবে

বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রত্নদীপ দাস রাজু আশা প্রকাশ করেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার কারিগর সোনার মানুষ হতে সবাইকে বই পড়তে হবে। আর বই পড়ার উৎকৃষ্ট জায়গা হচ্ছে গ্রন্থাগার। গ্রামে গ্রামে গ্রন্থাগার গড়ে উঠার মধ্য দিয়ে একদিন বাংলাদেশ জ্ঞানের আলোয় উদ্ভাসিত হবে।
শুক্রবার হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামে শ্রীকৃষ্ণপদ দাশ গণগ্রন্থাগারের উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সত্যজিত দাশের সভাপতিত্বে ও শ্রীকৃষ্ণপদ দাশ গণগ্রন্থাগার পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক জনকান্তি দাশের সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিবিয়ানা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানুমণি সরকার, বিশিষ্ট মুরুব্বি জগন্নাথ দাশ, সাবেক মেম্বার মাখনলাল দাশ, মেম্বার মানিকলাল দাশ, জওহরলাল বৈষ্ণব, অনিরুদ্ধ দাশ, প্রণব রায়, অমর দাশগুপ্ত, শিক্ষিকা সাথী রানী দাশ, পরিচালনা পর্ষদের সভাপতি উজ্জ্বলকান্তি দাশ, গকুল দাশ, গোপেন্দ্র দাশ, অপু দাশ, ফাহিমা আক্তার, পলাশ দাশ, অর্ঘ্য দেবনাথ প্রমুখ।