সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান লুৎফুর রহমান আর নেই

  • আপডেট টাইম : September 02 2021, 13:44
  • 180 বার পঠিত
সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান লুৎফুর রহমান আর নেই

নিজস্ব প্রতিবেদক : সিলেট অঞ্চলে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক গণপরিষদ সদস্য, সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সভাপতি, প্রবীণ জননেতা অ্যাডভোকেট লুৎফুর রহমান আর নেই।
বৃহস্পতিবার বিকেল ৪টা ১০ মিনিটে সিলেট মহানগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮২ বছর। অসুস্থতার কারণে কয়েকদিন আগে তাকে সেখানে ভর্তি করা হয়।
শুক্রবার দুপুর আড়াইটায় সিলেট সরকারি আলিয়া মাদরাসা ময়দানে অ্যাডভোকেট লুৎফুর রহমানের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
অ্যাডভোকেট লুৎফুর রহমানের মৃত্যু সংবাদ পেয়ে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা হাসপাতালে ছুটে যান।
বর্ষীয়ান এই জননেতার মৃত্যুতে সিলেট জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শোকপ্রকাশ করেছেন বিশিষ্টজনরা। এছাড়া বিভিন্ন সংগঠন-সংস্থা-প্রতিষ্ঠানের পক্ষ থেকেও গভীর শোক প্রকাশ করা হয়েছে।