বঙ্গবীর জেনারেল ওসমানীর জন্মবার্ষিকী উদযাপিত

  • আপডেট টাইম : September 02 2021, 04:34
  • 163 বার পঠিত
বঙ্গবীর জেনারেল ওসমানীর জন্মবার্ষিকী উদযাপিত

নিজস্ব প্রতিবেদক : মহান মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর ১০৩ তম জন্মবার্ষিকী সিলেটে নানা কর্মসূচিতে উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকালে বিভিন্ন সংগঠন বঙ্গবীরের কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও ফাতেহা পাঠ করে।
এছাড়া বাদজোহর বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেটের উদ্যোগে ওসমানী জাদুঘরে খতমে কোরআন, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, ওসমানী জাদুঘরের কিপার মো জিয়ারত হোসেন খান, বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদের সভাপতি সৈয়ীদ আহমদ বহলুল, মাওলানা আবু ইউসুফ চৌধুরী, বঙ্গবন্ধু গবেষণা সংসদ সিলেটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক, এম এ মালেক খান, মকসুদ হোসেন, হাফিজ মাওলানা সাদ উদ্দিন, আমিরুল হোসেন চৌধুরী আমনু, চৌধুরী দিলওয়ার হোসেন জিলন, হাফিজ মাওলানা শামসুল ইসলাম, হাফিজ মাওলানা আমির উদ্দিন, হাফিজ মো নজির হোসেন, মাওলানা মো মোস্তাক আহমদ, এ জেড এম হামিদুর রহমান, মাহদি হাসান সুমন, জাহিদুল ইসলাম, ফাহিম আহমদ, রুবেল আহমদ, আশিক আহমদ, পাবেল আহমদ, হোসাইন আহমদ, ইয়ামিন আহমদ, সজ্জাদ আহমদ, আবুল হোসেন, জামিল হোসেন, মসুদ আহমদ, আব্দুস সামাদ, মাওন আহমদ প্রমুখ।
বক্তাগণ বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি ও তার লিখিত পাণ্ডুলিপি উদ্ধারে সরকারকে কার্যকর ভূমিকা পালনের আহবান জানান।
জাতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে দলের চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম খানের পক্ষে কেন্দ্রীয় সহসভাপতি ও আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তাহমিনুল ইসলাম খানের নেতৃত্বে মঙ্গলবার বাদআসর হযরত শাহজালাল (র) মাজারে বঙ্গবীর ওসমানীর মাজার জিয়ারত ও ফাতেহা পাঠ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জনতা পার্টির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, জেলা কমিটির সাধারণ সম্পাদক ও বিভাগীয় সমন্বয়কারী আকলিছ আহমদ চৌধুরী, জেলা কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি মোস্তাক আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বকুল, হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট বাংলাদেশের চেয়ারম্যান দেলোয়ার হোসেন খান, ফারুক আহমদ চৌধুরী, তামজিদ আহমদ রাফাত, হাসান আহমদ, ইকবাল আহমদ চৌধুরী, আব্দুর রহিম, রুবেল আহমদ, আব্দুল ওয়াহিদ চৌধুরী, সাবের সফকত জাহান চৌধুরী, সেলিম আহমদ চৌধুরী, শফিকুর রহমান শফিক ও জাহিদ নূর।