মাধবপুর প্রতিনিধি : জাতীয় মৎস্য সপ্তাহের ৫ম দিনে হবিগঞ্জের মাধবপুরে ৪৩টি কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বুধবার উপজেলা মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হক মাধবপুর বাজার ও বোয়ালিয়া বিলে অভিযান চালিয়ে এসব অবৈধ জাল উদ্ধার করে।
পরে উপজেলা পরিষদ চত্বরে কারেন্ট জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন ও উপজেলা সহকারী কমিশনার-ভুমি মোহাম্মদ মহিউদ্দিন ।