সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশ সাড়ে ৩ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএমের সার্বিক দিক-নির্দেশনায় গোয়াইনঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহের তত্ত্বাবধানে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ পরিমল চন্দ্র দেবের নেতৃত্বে পুলিশ শনিবার রাত ১১টা ৩০ মিনিটের দিকে উপজেলার জারীখেলকান্দি নামক স্থানে অভিযান পরিচালনা করে।
এসময় বগাইয়া গ্রামের মৃত রেনু মিয়ার ছেলে ফজল মিয়া ও ফজল মিয়ার ছেলে শিবুল মিয়াদের বসতঘর তল্লাশি করে উল্লেখিত পরিমাণ গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার-সদর ও মিডিয়া মো লুৎফর রহমান জানান, পুলিশ সুপারের নির্দেশে জেলা পুলিশ নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে আসছে।