আড়াইলাখ টাকা বকেয়া হোল্ডিং ট্যাক্স আদায় সিসিকের

No Image Available
  • আপডেট টাইম : August 30 2021, 03:59
  • 224 বার পঠিত
আড়াইলাখ টাকা বকেয়া হোল্ডিং ট্যাক্স আদায় সিসিকের

সিলেট সিটি কর্পোরেশনের বিশেষ অভিযানে ৭টি প্রতিষ্ঠান থেকে প্রায় আড়াই লাখ টাকা বকেয়া হোল্ডিং টেক্স আদায় করা হয়েছে।
রবিবার সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা মো মতিউর রহমান খানের নেতৃত্বে ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায়ের উপস্থিতিতে পরিচালিত এই অভিযানে চৌহাট্টা ও নয়াসড়ক এলাকার এসব প্রতিষ্ঠান থেকে ২ লাখ ৪৫ হাজার ৩১৪ টাকা বকেয়া হোল্ডিং টেক্স আদায় করা হয়।
অভিযানকালে প্রধান রাজস্ব কর্মকর্তা মো মতিউর রহমান খান স্বউদ্যোগে বকেয়া হোল্ডিং টেক্স পরিশোধে নগরবাসীর প্রতি অনুরোধ জানান।
অভিযানে সিসিকের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ মহানগর পুলিশের একটি দল অংশ নেয়।-সংবাদ বিজ্ঞপ্তি

এই ক্যাটাগরীর আরো খবর