মাধবপুরে এটিএম কার্ড চোর ও ইয়াবাসহ গ্রেফতার ৩

  • আপডেট টাইম : August 30 2021, 15:47
  • 189 বার পঠিত
মাধবপুরে এটিএম কার্ড চোর ও ইয়াবাসহ গ্রেফতার ৩

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে এটিএম কার্ড চুরি করে আল আরাফাহ ইসলামী ব্যাংক থেকে টাকা উত্তোলনের ঘটনায় প্রবাল চৌধুরী প্লাবন নামের একজনকে পুলিশ গ্রেফতার করা হয়েছে।
রবিবার বিকেলে পুলিশ মাধবপুর পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, প্রবাল চৌধুরী প্লাবন উপজেলার আন্দিউড়া গ্রামের কবির চৌধুরীর ছেলে। একই গ্রামের কাজী রুহুল আমিনের স্ত্রী রোকসানা আক্তারের এটিএম কার্ড চুরি করে ব্যাংক থেকে টাকা উত্তোলনের ঘটনায় রোকসানা বেগমের স্বামী থানায় মামলা করলে পুলিশ প্রবাল চৌধুরী প্লাবনকে গ্রেফতার করে।
অপরদিকে পুলিশ একইদিন বিকেলে কালিকাপুর এলাকায় অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবাসহ সজীব রায় সঞ্জু, মাসুক মিয়া ও এনাম মিয়া নামের ৩ জনকে গ্রেফতার করে।