টেকসই পর্যটন উন্নয়নে সিলেট চেম্বারে মতবিনিময়

  • আপডেট টাইম : August 29 2021, 18:50
  • 179 বার পঠিত
টেকসই পর্যটন উন্নয়নে সিলেট চেম্বারে মতবিনিময়

দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ এবং সিলেটের ট্রাভেল্স ও ট্যুর অপারেটরদের সঙ্গে প্যাসিফিক এশিয়া ট্রাভেল এসোসিয়েশন, বাংলাদেশ চ্যাপ্টার প্রতিনিধিদলের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রতিপাদ্য বিষয় ছিল, ‘টেকসই পর্যটন উন্নয়নে ট্যুর অপারেটর ও ট্যুর গাইডদের ভূমিকা : প্রেক্ষাপট সিলেট’। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, সিলেট চেম্বার সভাপতি আবু তাহের মো শোয়েব। সভাপতিত্ব করেন, সিলেট চেম্বার পরিচালক ও পর্যটন সাব কমিটির আহবায়ক খন্দকার ইসরার আহমদ রকী।
মতবিনিময়কালে প্রতিনিধিদলের প্রধান প্যাসিফিক এশিয়া ট্রাভেল এসোসিয়েশন, বাংলাদেশ চ্যাপ্টারের মহাসচিব তৌফিক রহমান বলেন, সিলেটে প্রতিবছর ২০-২৫ লাখ পর্যটক এসে থাকেন। তারা সিলেটে এসে অনেক ধরনের সমস্যায় পড়েন। যেমন বিভিন্ন দর্শনীয় স্থানে যাওয়ার দিকনির্দেশনার অভাব, যাতায়াত ব্যবস্থার অপ্রতুলতা, পর্যটন কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকা, স্যানিটেশন সমস্যা ও অবকাঠামোগত সীমাবদ্ধতা ইত্যাদি।
এসব সমস্যা থেকে উত্তরণে তিনি সমন্বিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন।
তিনি জানান, পর্যটন খাতে বিরাজমান সমস্যাবলী চিহ্নিতকরণ ও তা নিরসনে তারা কাজ করছেন।
সিলেটে পর্যটন খাতে বিরাজমান বাধাসমূহ দূরীকরণে তিনি সিলেট চেম্বারের সহযোগিতা কামনা করেন।
প্রধান অতিথি সিলেট চেম্বার সভাপতি আবু তাহের মো শোয়েব বলেন, পর্যটন খাতে বাংলাদেশ অত্যন্ত সম্ভাবনাময়। বিগত কয়েক বছরে দেশের পর্যটন খাতে চোখে পড়ার মতো উন্নয়ন সাধিত হলেও করোনা মহামারির তাণ্ডবে তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ক্ষতি পুষিয়ে নিতে সংশ্লিষ্ট সকলকে সময়োপযোগী পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে।
অন্যান্য বক্তা বলেন, সিলেটে প্রায় ৩০০ ট্যুর অপারেটর রয়েছেন। সঠিক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধি করা হলে পর্যটন খাতে তারা আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি চন্দন সাহা, সাবেক সভাপতি খন্দকার সিপার আহমদ, আটাব ও হাব সিলেট অঞ্চলের চেয়ারম্যান মোতাহার হোসেন বাবুল, হাব কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব জহিরুল কবির চৌধুরী শিরু, বাংলাদেশ ট্রাভেল রাইটার্স এসোসিয়েশনের সভাপতি আশফাকুজ্জামান উজ্জ্বল, বিডি ইনবাউন্ড সভাপতি রেজাউল ইকরাম, হাবের জ্যেষ্ঠ সহসভাপতি মাওলানা ইয়াকুব শরাফতী, টিগ্যাব প্রেসিডেন্ট সৈয়দ মাহবুবুল ইসলাম বুলু, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহকারী পরিচালক মো বোরহান উদ্দিন, হুমায়ুন কবির লিটন, ফখরুল ইসলাম মিয়া ও ডাল্টন জহির।-সংবাদ বিজ্ঞপ্তি

এই ক্যাটাগরীর আরো খবর