মুজিববর্ষেই ঘর পাবেন হাওর এলাকার গৃহহীন ও ভূমিহীনরা

  • আপডেট টাইম : August 29 2021, 03:49
  • 170 বার পঠিত
মুজিববর্ষেই ঘর পাবেন হাওর এলাকার গৃহহীন ও ভূমিহীনরা

সুনামগঞ্জ প্রতিনিধি : প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক-প্রশাসন মো আহসান কিবরিয়া সিদ্দিক বলেছেন, হাওর এলাকায় কোন মানুষ আর গৃহহীন থাকবেনা। মুজিবর্ষের মধ্যেই গৃহহীন ও ভূমিহীন সকলে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘর পাবেন। তবে এসব ঘর নির্মাণে দুর্নীতির বিষয়টি একদম জিরো টলারেন্সে নিয়ে আসা হবে।
শনিবার সকালে সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের আদারবাজার সংলগ্ন প্রধানমন্ত্রীর দেওয়া আশ্রয়ণ প্রকল্পের ১৫টি ঘরের কাজ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
এ সময় তার সঙ্গে ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকতা ইমরান শাহরিয়ার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল হোসেন ও নিগার সুলতানা, ভূমি কর্মকর্তা সাদিয়া সুলতানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো মানিক মিয়া ও রঙ্গারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো আব্দুল হাই।