নবীগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষের বিষয়টি আপসে নিষ্পত্তি

  • আপডেট টাইম : August 29 2021, 16:10
  • 185 বার পঠিত
নবীগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষের বিষয়টি আপসে নিষ্পত্তি

নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নে ডোবায় মাছ ধরাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের বিষয়টি স্থানীয় সংসদ সদস্যের উদ্যোগে আপসে নিষ্পত্তি হয়েছে।
শনিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে ঘটনাটির সুষ্ঠু নিষ্পত্তি হয় ।
গত ১ আগস্ট সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের করগাঁও গ্রামবাসী ও শাখোয়া গ্রামবাসীর মধ্যে সংঘটিত এ সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এরপর হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এলাকা সরেজমিন পরিদর্শন করে বিষয়টি আপসে নিষ্পত্তির উদ্যোগ নেন।
আপস সংক্রান্ত বৈঠকে সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদের সভাপতিত্বে ও নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভােকেট আলমগীর চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভােকেট গতিগোবিন্দ দাশ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জেলা পরিষদ সদস্য অ্যাডভােকেট সুলতান মাহমুদ, নবীগঞ্জ থানার ওসি মো ডালিম আহমেদ, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান সেফু প্রমুখ।
বৈঠকে উপস্থিত সকলে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার ঘোষণা দেন।