সুনামগঞ্জে পরোয়ানাভুক্ত ২ আসামি র‌্যাবের হাতে গ্রেফতার

  • আপডেট টাইম : August 26 2021, 14:01
  • 196 বার পঠিত
সুনামগঞ্জে পরোয়ানাভুক্ত ২ আসামি র‌্যাবের হাতে গ্রেফতার

র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন-র‌্যাব ৯ সুনামগঞ্জ থেকে গ্রেফতারি পরোয়ানাভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে।
র‌্যাব ৯ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বুধবার রাত ৮টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল লে কমান্ডার সিঞ্চন আহমেদ ও সিনিয়র এএসপি মো আব্দুল্লাহর নেতৃত্বে এই অভিযান চালায়।
এ সময় সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্ট হতে জেলার শাল্লা থানায় দায়েরকৃত হত্যা চেষ্টা মামলার আসামি শাল্লা উপজেলার ফয়জুল্লাপুর গ্রামের শামছু মিয়ার ছেলে সাদ্দাম ও শাওনকে গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদেরকে শাল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর