সিলেটে ডিবির অভিযানে বিপুল পরিমাণ নাসির বিড়ি উদ্ধার

  • আপডেট টাইম : August 26 2021, 18:15
  • 187 বার পঠিত
সিলেটে ডিবির অভিযানে বিপুল পরিমাণ নাসির বিড়ি উদ্ধার

সিলেট মহানগর পুলিশ-এসএমপির গোয়েন্দা পুলিশ-ডিবি অভিযান চালিয়ে প্রায় সোয়া লাখ টাকার ভারতীয় নাসির উদ্দিন বিড়ি উদ্ধার করেছে। এ সময় একটি পিকআপ ভ্যানও আটক করা হয়।
এসএমপির এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল অনুমান ৭টা ৪০ মিনিটে মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো শাহিন মিয়ার নেতৃত্বে দক্ষিণ সুরমা থানার কামালবাজার ইউনিয়নের নভাগ গ্রামে অভিযান চালিয়ে ১ লাখ ২৭ হাজার ৫০০ শলাকা নাসির বিড়ি উদ্ধার ও এই বিড়ি পরিবহনকাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান (সিলেট মেট্রো ন ১১-১৫৫২) জব্দ করা হয়; কিন্তু চোরাকারবারিরা পালিয়ে যেতে সক্ষম হয়। তাদেরকে গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত আছে।
প্রাথমিকভাবে জানা যায়, ১ লাখ ২৭ হাজার ৫০০ টাকা মূল্যের এই বিড়ি অজ্ঞাতনামা চোরাকারবারীরা গোয়াইনঘাট সীমান্তবর্তী এলাকা হতে অন্যান্য চোরাকারবারীর সহায়তায় বিক্রির উদ্দেশ্যে ঘটনাস্থলে নিয়ে আসে।

এই ক্যাটাগরীর আরো খবর