সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের শোভাযাত্রা

  • আপডেট টাইম : August 26 2021, 18:17
  • 196 বার পঠিত
সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের শোভাযাত্রা

সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে মহানগরীর সুরমা মার্কেট পয়েন্ট থেকে লাল পতাকা শোভাযাত্রা বের হয়।
মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারের সামনে করা হয় সমাবেশ। সংগঠনের সভাপতি মো ছাদেক মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো আনছার আলীর পরিচালনায় এতে অতিথি ছিলেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি সুরুজ আলী, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ জেলা শাখার দপ্তর সম্পাদক রমজান আলী পটু, বাংলাদেশ স মিল শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক রুহুল আমিন, জেলা প্রেস শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ সরকার ও জাতীয় ছাত্রদল নেতা বদরুল আজাদ।
আরো বক্তব্য রাখেন, জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন দক্ষিণ সুরমা উপজেলা কমিটির সহ সাধারণ সম্পাদক আব্দুল মোমিন রাজু, চণ্ডিপুল আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক সুনু মিয়া সাগর, বাবনা আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মো মুমিন মিয়া, তালতলা আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক আক্তার হোসেন, বন্দরবাজার আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মাহবুব আলম, জিন্দাবাজার আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, আম্বরখানা আঞ্চলিক কমিটির সভাপতি রাশেদ আহমদ ভূঁইয়া, শাহপরান থানা আঞ্চলিক কমিটির সহসভাপতি জয়নল মিয়া প্রমুখ।
বক্তারা হোটেল সেক্টরের শ্রমিকদের নিম্নতম মূল মজুরি ২০ হাজার টাকা ঘোষণা, ৮ ঘণ্টা কাজ, অতিরিক্ত কাজের দ্বিগুণ মজুরি, নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদানসহ শ্রম আইন বাস্থবায়ন, গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন এবং অবাধ ট্রেড ইউনিয়ন অধিকারের দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।-সংবাদ বিজ্ঞপ্তি