বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রকারী ও নির্দেশদাতাদের বিচার দাবি

  • আপডেট টাইম : August 25 2021, 17:32
  • 216 বার পঠিত
বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রকারী ও নির্দেশদাতাদের বিচার দাবি

বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট মহানগর শাখা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার নেপথ্য ষড়যন্ত্রকারীদের তথ্য উদঘাটনে তদন্ত কমিশন গঠন ও দোষীদের বিচারসহ মরণোত্তর বিচার আইন প্রণয়নের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে।
বুধবার সকালে জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের কাছে স্মারকলিপিটি দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি আলী আক্তার উজ জামান বাবুল, সাধারণ সম্পাদক বদরুল ইসলাম লস্কর রাজু, যুগ্ম সম্পাদক আজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির চৌধুরী, প্রচার সম্পাদক অরূপ রায়, মহিলা বিষয়ক সম্পাদক তসলিমা বেগম, অন্যতম নেতা রেদওয়ান আহমদ চৌধুরী, ডা রণজিৎ রায়, ৩ নম্বর ওয়ার্ডের যুগ্ম সম্পাদক সৈয়দ ফেরদৌস আহমদ, ২১ নম্বর ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি নূরুল হক, সাধারণ সম্পাদক নাসরিন উর্মী, ২৪ নম্বর ওয়ার্ডের সভাপতি সাজ্জাদ আহমদ, ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক অভিজিৎ পাল, ১৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, বঙ্গবন্ধু ছাত্র ফাউন্ডেশনের সভাপতি ওয়াহিদুজ্জামান সানি, সহসভাপতি মাহদি জয়, আবেদ হোসাইন, সাধারণ সম্পাদক ইদ্রিস রহমান, ছাত্রনেতা সাকি চৌধুরী, সুজন আহমদ, সৌরভ আহমদ, সুজন সরকার, ইমন আহমদ, রায়হান আহমদ প্রমুখ।
স্মারকলিপিতে বলা হয়, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সম্মুখসারির খুনিদের বিচার করা হলেও ষড়যন্ত্রকারী, পরিকল্পনাকারী ও নির্দেশদাতাদের বিচার হয়নি বা এ বিষয়ে কোন তদন্তও হয়নি।-সংবাদ বিজ্ঞপ্তি

 

এই ক্যাটাগরীর আরো খবর