নিজস্ব প্রতিবেদক : নগর ভবনে সিলেট সিটি করপোরেশনের করোনা টিকা সংক্রান্ত হেল্পডেস্ক চালু হয়েছে।
মঙ্গলবার থেকে নগর ভবনের নিচতলায় চালু এই হেল্পডেস্ক থেকে করোনা টিকা সংক্রান্ত সবধরনের তথ্যসেবা মিলবে।
সিসিকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিয়ম বহির্ভুতভাবে বা মোবাইল ফোনে বার্তা না পেয়ে যারা করোনা টিকা গ্রহণ করেছেন অথবা বার্তা পেয়েই টিকা নিয়েছেন; কিন্তু টিকা রেজিস্ট্রেশন কার্ডের বারকোড স্ক্যান করাননি বা করতে পারেনি তাদেরকে জরুরি ভিত্তিতে নগর ভবনের হেল্পডেস্কে যোগাযোগ করতে হবে।
করোনা টিকা সংক্রান্ত যেকোন তথ্য জানতে বা কোন সমস্যা হলে এই হেল্পডেস্ক সহযোগিতা করবে।
এছাড়া নগর ভবনে স্থাপিত অস্থায়ী কেন্দ্রে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ডের ২য় ডোজ টিকা দেওয়া চলছে।
সিলেট সিটি কর্পোরেশনের দুটি কেন্দ্র ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও সিলেট পুলিশ লাইন্স হাসপাতাল কেন্দ্রে যথারীতি মর্ডানা টিকার ২য় ডোজ এবং সিনোফার্ম টিকার ১ম ডোজ প্রদান কার্যক্রম চলমান। মোবাইলে ফোনে বার্তা প্রাপ্তি সাপেক্ষে টিকা গ্রহণ করতে অনুরোধ জানানো হয়েছে।
বার্তা না পেয়ে টিকা গ্রহণ করলে টিকা গ্রহণের সনদ পেতে জটিলতা হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।