মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ২৩টি কারেন্ট জাল ও ৩১টি মশারি জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা মৎস্য কর্মকতা আবু আসাদ ফরিদুল হকের নেতৃত্বে মাধবপুর জালবাজারে অভিযান চালিয়ে মাছ ধরার এই নিষিদ্ধ জালগুলো উদ্ধার করে উপজেলা পরিষদ চত্বরে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মঈনুল ইসলাম মঈন, পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, উপজেলা মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হক ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছিদ্দিকুর রহমান উপস্থিত ছিলেন।