বিশ্বনাথে ২১৮ বোতল মদসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ

  • আপডেট টাইম : August 24 2021, 18:14
  • 177 বার পঠিত
বিশ্বনাথে ২১৮ বোতল মদসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ

সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ ২১৮ বোতল ভারতীয় মদসহ ২ জনকে গ্রেফতার করেছে।
সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএমের দিক-নির্দেশনায় বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমানের নেতৃত্বে বিশ্বনাথ থানা পুলিশের একটি দল মঙ্গলবার বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে বিশ^নাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের অর্ন্তগত আতাপুর এলাকায় সুরমা নদীর পাশে ডহর নামক স্থানে অভিযান চালিয়ে এই মদ উদ্ধার ও ছত্রিশ গ্রামের ফিরোজ বক্সের ছেলে সোহেল মিয়া ও আলী আকবরের ছেলে আনহার আলীকে গ্রেফতার করে।
এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একট সিএনজি অটোরিক্সাটি জব্দ করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে বিশ্বনাথ থানায় নিয়মিত মামলা দায়ের হয়েছে।-সংবাদ বিজ্ঞপ্তি