দিরাই ছাত্রকল্যাণ পরিষদের ‘ভাটিকাব্য’র মোড়ক উন্মোচন

প্রকাশিত January 26, 2018
দিরাই ছাত্রকল্যাণ পরিষদের ‘ভাটিকাব্য’র মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক : দিরাই ছাত্রকল্যাণ পরিষদ, সিলেটের সাহিত্য সংকলন ভাটিকাব্য’র মোড়ক উন্মোচন করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার বিকেলে শহীদ সোলেমান হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হায়াতুল ইসলাম আখঞ্জি। বিশেষ অতিথি ছিলেন, দিরাই কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হান্নান চৌধুরী, দিরাই উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজার সভাপতি আল আজাদ, অতিরিক্ত পিপি শামসুল ইসলাম, এম সি কলেজ ছাত্র সংসদের সাবেক সহ সভাপতি ইকবাল হোসাইন, চরনারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রতন তালুকদার, শিমুলবাঁক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, দিরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুুর রহমান ইয়াওর, জগদল ইউনিয়ন সাধারণ সম্পাদক ইফতিয়াক হোসাইন মঞ্জু, মিডল্যান্ড যুবলীগ সভাপতি জুবের আলম খুরশেদ, যুক্তরাজ্য শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক শামসুল ইসলাম চৌধুরী ও মানবাধিকার কমিশন, সিলেটের সহ সভাপতি এনামুল হক লিলু। সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি নূর হোসেন চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রধান উপদেষ্টা সঞ্জয় চৌধুরী, সাবেক সভাপতি আবু সালেম প্রমুখ। পরিচালনায় ছিলেন, সাধারণ সম্পাদক সুমন মিয়া।