হবিগঞ্জে বিএনপির ২ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

প্রকাশিত February 21, 2018
হবিগঞ্জে বিএনপির ২ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে পুলিশের সাথে বিএনপির সংঘর্ষের ঘটনায় দলের ২ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার দুপুরে সদর থানায় মামলাটি দায়ের করেন এসআই হাসানুজ্জামান। ঐ সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন, শহরতলির আলমপুর গ্রামের কাজল মিয়া, শায়েস্তানগর এলাকার ফারুক মিয়া, সদর উপজেলার গোপায়া গ্রামের মো তাহের ও শান্তিসাহা গ্রামের মো আমজাদ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিনুল হক জানান, পুলিশের উপর হামলা ও সরকারি কাজে বাঁধা দেয়ার অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে। এজাহারে নাম উল্লেখ আছে ৮৯ জনের। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
মঙ্গলবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি শহরে বিক্ষোভ মিছিল বের করলে এতে পুলিশ বাঁধা দেয়। এ নিয়ে সংর্ঘষ হয়।