হবিগঞ্জের ২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে

প্রকাশিত December 28, 2017
হবিগঞ্জের ২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার নূরপুর ও ব্রাহ্মণডোরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ১৮টি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্যের উপস্থিতিতে ভোটগ্রহণ শুরু হয়। প্রথম থেকেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে।
নির্বাচন সুষ্ঠু করতে ভ্রাম্যমাণ আদালত এবং র‌্যাবের মোবাইল টিমও কাজ করছে।
দুই ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপির চেয়ারম্যান প্রার্থী সহ সাধারণ সদস্য ও সংরক্ষিত আসনে ৯৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৫শ ৭৬। এর মধ্যে, নূরপুর ইউনিয়নে ৯ হাজার ৮শ ৪৭ জন ও ব্রাহ্মণডোরা ইউনিয়নে ৮ হাজার ৬শ ৯৬ জন ভোটার রয়েছে।