হবিগঞ্জের দুটি বাজারে মাছ বিক্রি করতে বাধা দেয়ার অভিযোগ

প্রকাশিত August 22, 2017
হবিগঞ্জের দুটি বাজারে মাছ বিক্রি করতে বাধা দেয়ার অভিযোগ

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার ও পুরানবাজার মাছ হাটায় বেশ কয়েকজন মৎস্যজীবীকে মাছ বিক্রি করতে বাধা দেয়া হচ্ছে বলে অভিযোগে করা হয়েছে।
সোমবার হবিগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন প্রান্তিক মৎস্যজীবীরা এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন, উমেদনগর গ্রামের ছুরাব আলী মাস্টার মিয়া। তিনি অভিযোগ করেন, চৌধুরী বাজার ও পুরানবাজারের গডফাদার একই এলাকার নূরুল ইসলাম। তিনি ঘোষণা দিয়েছেন, সাধারণ মৎস্যজীবীদের নিকট থেকে প্রান্তিক মৎস্যজীবীরা কোনো মাছ ক্রয় করে ক্রেতাদের কাছে বিক্রি করতে পারবে না। শায়েস্তানগর সহ আড়তদারদের নিকট থেকে তাদেরকে মাছ কিনতে হবে। এ অবস্থায় প্রান্তিক মৎস্যজীবীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
তিনি আরো অভিযোগ করেন, নূরুল ইসলাম ও তার সঙ্গীরা ১৭ বছর আগের কথিত ঘটনার উল্লেখ করে ১২ জন প্রান্তিক মৎস্যজীবীর বিরুদ্ধে আড়াই কোটি টাকা চাঁদা আদায়ের মামলা করেছেন। সুনির্দিষ্ট দিন তারিখ বিহীন মামলায় পুলিশ তাদেরকে গ্রেফতারেরও চেষ্টা করছে।