স্বাগত চৌধুরীর চিকিৎসার খবর নিলেন শাহজাহান

প্রকাশিত September 25, 2017
স্বাগত চৌধুরীর চিকিৎসার খবর নিলেন শাহজাহান

সন্ত্রাসী হামলায় গুরুতর আহত মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও তিন বারের নির্বাচিত পৌর কাউন্সিলর স্বাগত চৌধুরী কিশোরের চিকিৎসার খবর নিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মো শাহজাহান।
রবিবার রাতে তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে স্বাগত চৌধুরী কিশোরের চিকিৎসার খোঁজখবর নেন এবং তার আশু সুস্থতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা শাখাওয়াত হোসেন জীবন, সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন, সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, ছাতক উপজেলার সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, গোয়াইঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী প্রমুখ।