সুনামগঞ্জে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন

প্রকাশিত July 23, 2017
সুনামগঞ্জে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন

সুনামগঞ্জ প্রতিনিধি : জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামানের সভাপতিত্বে ও জেলা সাংস্কৃতিক কর্মকর্তা মঞ্জুরুল হক চৌধুরী পাবেলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাবিরুল ইসলাম। বিশেষ অতিখি ছিলেন পুলিশ সুপার বরকতুল্লা খান, ডা গৌতম রায় ও জেলা মৎস্য কর্মকতা শংকর রঞ্জন দাশ।
জেলা প্রশাসক সাবিরুল ইসলাম বলেন, জনগণের জীবনমান উন্নয়নে প্রজাতন্ত্রের সকলস্তরের কর্মকর্তা ও কর্মচারীকে আরো সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে।
তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সবাইকে যার যার অবস্থানে থেকে কাজ করার আহবান জানান।