সুনামগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন

প্রকাশিত October 2, 2017
সুনামগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন

সুনামগঞ্জ প্রতিনিধি : ‘টেকসই উন্নয়ন ও প্রবৃদ্ধির জন্য উন্নয়নশীলতা’ এই প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসন ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে এক আলোচন সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক সাবিরুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামানের সভাপতিত্বে ও জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার শোভন রাহার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদতরের উপ পরিচালক জায়েদুল হক, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ সহ সভাপতি আনিসুল হক, সাবেক সহ সভাপতি মোজাম্মেল হক, পরিচালক আসাদুজ্জামান সেন্টু, খন্দকার মঞ্জুর আহমদ, শংকর চন্দ্র দাস, অমল কর, তাহিরপুর কয়লা কারক সমিতির সভাপতি আলকাছ খন্দকার ও জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল ওয়াদুদ।
প্রধান অতিথি জেলা প্রশাসক সাবিরুল ইসলাম বলেন, একটি জেলার টেকসই উন্নয়ন ও প্রবৃদ্ধির জন্য ব্যবসায়ীদেরকে সাধারণ, অসহায় ও দরিদ্র মানুষজনের কথা মাথায় রেখে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখতে হবে।