সিলেটের বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের অংশগ্রহণ ও পরিবেশনায় দিনব্যাপী আন্তঃ হাউস বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৯টায় বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিজিবি সিলেট সেক্টর কমান্ডার কর্নেল জাবেদ সুলতান। সভাপতিত্ব করেন, অধ্যক্ষ মো ফয়জুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বিজ্ঞানের এ যুগে বিজ্ঞান মেলার প্রয়োজন খুব বেশি। প্রথমবারের মতো বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজে এর আয়োজন করা হয়েছে।
আগামীতে বৃহৎ পরিসরে বিজ্ঞান মেলার আয়োজন করার জন্য তিনি অধ্যক্ষকে নির্দেশনা প্রদান করেন।
বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রখ্যাত শিক্ষাবিদ ও কম্পিউটার বিজ্ঞানী অধ্যাপক ড মুহম্মদ জাফর ইকবাল। বিশেষ অতিথি ছিলেন ৪১ বিজিবি অধিনায়ক লে কর্নেল মো আবুজার-আল-জাহিদ ও ৪৮ বিজিবি অধিনায়ক লে কর্নেল তোফায়েল আহমদ চৌধুরী। বিচারক ছিলেন, সিলেট টিচার্স ট্রেনিং কলেজের অধ্যাপক মো আবুল কালাম আজাদ।
প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীদের হাতে আধুনিক মোবাইল ফোন অস্ত্র ও মাদকের চেয়ে ভয়ঙ্কর। এগুলোর অপব্যবহার থেকে শিক্ষার্থীদের বিরত রাখতে হবে।
বিজ্ঞান মেলায় ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির ৪টি হাউসের ৩টি গ্রুপের শিক্ষার্থীরা ২৮টি প্রজেক্ট প্রদর্শন করে।