সিলেটে আরো কমেছে সুরমা ও কুশিয়ারা নদীর পানি : বন্যা পরিস্থিতির উন্নতি

প্রকাশিত July 12, 2017
সিলেটে আরো কমেছে সুরমা ও কুশিয়ারা নদীর পানি : বন্যা পরিস্থিতির উন্নতি

নিজস্ব প্রতিবেদক : সিলেটে সুরমা ও কুশিয়ারা নদীর পানি সব জায়গায় আরো কমেছে। ফলে উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতির; কিন্তু সবখানেই ত্রাণ, বিশুদ্ধ পানি ও গো খাদ্যের সংকট চলছে।
সুরমা নদী কানাইঘাটে বিপদসীমার ৪০ সেন্টিমিটার এবং কুশিয়ারা নদী আমলসিদে বিপদসীমার ৪৩ সেন্টিমিটার, শেওলায় বিপদসীমার ৫১ সেন্টিমিটার ও ফেঞ্চুগঞ্জে বিপদসীমার ১২৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
কুশিয়ারা নদীর পানি কমলেও এখনো হাঁটু থেকে কোমড় পরিমাণ পানিতে ডুবে আছে ফেঞ্চুগঞ্জ উপজেলা সদরের গুরুত্বপূর্ণ পূর্ববাজার। অনেক দোকান জলমগ্ন থাকায় বেচাকেনা বন্ধ। পণ্য সামগ্রীও নষ্ট হচ্ছে।