সরকারি শিশু পরিবারে উইমেন চেম্বারের শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত February 6, 2018
সরকারি শিশু পরিবারে উইমেন চেম্বারের শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক : সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে সরকারি শিশু পরিবারে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে জেলা সমাজসেবা কার্যালয়ে ১৫০ জন নিবাসীর মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, জেলা সমাজসেবা অধিদফতরের উপ পরিচালক নিবাস রঞ্জন দাস ও সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাসিন আহমদ। সভাপতিত্ব করেন, সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায়। আরো উপস্থিত ছিলেন, রানী মনি, রুবা খানম, রাশেদুল ইসলাম শাওন, জয়তি দত্ত, সামছুন্নাহার ও রাবেয়া আক্তার।