শোকদিবস উপলক্ষে শাহপরান গেটে শোকমিছিল ও আলোচনা

প্রকাশিত August 12, 2017
শোকদিবস উপলক্ষে শাহপরান গেটে শোকমিছিল ও আলোচনা

জাতীয় শোকদিবস উপলক্ষে শাহপরান ব্লক আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে শোকমিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে খাদিমনগর বাইপাস থেকে শুরু হয়ে শোকমিছিলটি শাহপরান গেটে এসে শেষ হয়।
পরে সেখানে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আফসর আহমদ। প্রধান অতিথি ছিলেন মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুবলীগ নেতা সোহেল আহমদ এবং ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম ও শেখ মোহাম্মদ রনি।